খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, ভুলুয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, নোয়াখালী বার এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বিএলএফ নোয়াখালীর উপ-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মমিন উল্যাহ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর বনশ্রী ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন গভীর শোক প্রকাশ করেছেন।