Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭:  60ভোলায় গুরুজীর সনে প্রাতস্নান ও রাতে শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে সর্বতীর্থ ধামের প্রতিষ্ঠাবার্ষিকী শুরু।

গতকাল ১ বৈশাখ (১৫ এপ্রিল) সকাল ৭টায় প্রভুপাদ শ্রীশ্রী দেবব্রত গোস্বামী সনে প্রাতস্নান এর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয় যাতে গুরুজীর সনে প্রাতস্নান করতে অংশ নেয় হাজারো ধর্মপ্রান হিন্দু।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত পাঠ যা চলবে ৫ বৈশাখ পর্যন্ত।
এর পর ৫ বৈশাখ রাত ১০ টায় নামযজ্ঞের শুভ অধিবাস হয়ে ৬ বৈশাখ (২০ এপ্রিল) হতে ৯ বৈশাখ (২৩ এপ্রিল) পর্যন্ত ৪ দিন ৩২ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান (কীর্তন) সমাপ্ত হবে।

৪দিন ব্যাপী এ মহানাম সংকীর্তন পরিবেশন করবে বৈষ্ণবনারায়ন দে সম্প্রদায় ভোলা, গোপাল সংঘ সিলেট, নিতাই গৌর সম্প্রদায় মানিকগঞ্জ, দূর্গা মন্দির সম্প্রদায় সেনবাগ, বিনাপানী সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রীশ্রী সর্বতীর্থ সম্প্রদায় ভোলা।