খােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭: কেউ মাঠে খেলেন। কেউ খেলেন মাঠের বাইরে। কেতাবি ভাষায় একজনকে বলা হয় খেলোয়াড়। আরেকজনকে সংগঠক। ক্রীড়াজগতে এই দুই শ্রেণিরই সমান গুরুত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই গুরুত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছেন। রোববার সন্ধ্যা সাতটায় তার সরকারি বাসভবন গণভবনে দেশের ৩৩৯ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন তিনি।
দেশের ইতিহাসে আগে কখনও একসঙ্গে এত ক্রীড়াবিদকে সরকারিভাবে সংবর্ধনা কিংবা পুরস্কৃত করা হয়নি। এদিন এক লাখ করে টাকাও পাবেন প্রত্যেক খেলোয়াড়। সেই সঙ্গে ৩২ জন সংগঠক ও কর্মকর্তা পাবেন শুভেচ্ছা স্মারক। ওই সংবর্ধনা অনুষ্ঠানে সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদের হাতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত উপহার ফ্ল্যাটের চাবিও তুলে দেয়া হবে। ফ্ল্যাট পাবেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত এবং শুটার শাকিল আহমেদ।
গত বছরের অক্টোবর থেকে চলতি বছর এপ্রিল পর্যন্ত এই ছয় মাসে যেসব আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়াবিদরা সাফল্য পেয়েছেন তাদের তালিকা অনেকটাই চূড়ান্ত। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘এখন পর্যন্ত ৩৩৯ জন ক্রীড়াবিদ ও ৩২ জন কর্মকর্তাকে নির্বাচন করা হয়েছে। শেষ মুহূর্তের যাচাই-বাছাই চলছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। ক্রীড়াবিদরা এক লাখ করে টাকা পাবেন। এছাড়া এসএ গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদের হাতেও প্রধানমন্ত্রী ফ্ল্যাটের চাবি তুলে দেবেন।’
শ্রীলঙ্কায় তিন ফরম্যাটে দারুণ লড়াই করে আসা বাংলাদেশ ক্রিকেটদলকে অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রতিশ্রুত অর্থ প্রধানমন্ত্রীর মাধ্যমে খেলোয়াড়দের হাতে তুলে দেবে বিসিবি। ওই সিরিজের টেস্ট ও ওয়ানডে দল পাবে এক কোটি করে টাকা।
গত ছয় মাসে আন্তর্জাতিক আসরে বিভিন্ন ইভেন্টে খেলেছে বাংলাদেশের ১৬-১৭টি দল। সব খেলোয়াড়ই আমন্ত্রিত হয়েছেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। মূল অনুষ্ঠান সন্ধ্যা সাতটায় শুরু হলেও বিকাল চারটা থেকেই অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারেছেন অতিথিরা।