খােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭: নতুন করে চালানো উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে । রোববার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে।
শনিবার নিজের সামরিক শক্তি প্রদর্শনের জন্য উত্তর কোরিয়া প্রথমবারের মতো সামরিক কুচকাওয়াজ লাইভ সম্প্রচার করে। যুক্তরাষ্ট্রে পরমাণু হামলার হুমকি দেওয়ার পর দেশটি তাদের সামরিক শক্তির প্রদর্শনী করে। এর আগে উত্তর কোরিয়া পাঁচটি পরমাণু বোমা ও বিভিন্ন পাল্লার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফর পরীক্ষা চালিয়েছিল।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়া দেশটির পূর্বাঞ্চলীয় সিনপো বন্দরের কাছে একটি অজ্ঞাত ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে গিয়েছিল। তবে ব্যর্থ হয়েছে।’
মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য তারা তদন্ত শুরু করেছেন।
যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ড এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপনের কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হয় বলে জানানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটি কী ধরণের ছিল তা জানাতে পারেনি প্যাসিফিক কমান্ডও। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, এটি আর্ন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছিল।
সূত্র: রাইজিংবিডি