খােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে বাহার উদ্দিন সর্দার (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাহার উদ্দিন সর্দার উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লুকিয়া গ্রামের আলী আহম্মদের ছেলে। তিনি আওয়ামীলীগের রাজনৈতির সাথে জড়িত ছিলেন বলে জানান স্থানীয়রা।
রোববার (১৬ এপ্রিল) সকালে মেঘনা নদীর মোহনার বোয়াখালি সূর্যমুখী খালের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে তমরুদ্দি ঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীর মোহনার বোয়াখালি সূর্যমুখী খালের পাড়ে আটকে থাকা অবস্থায় বাহার উদ্দিন সর্দারের লাশ দেখতে পায় স্থানীয় জেলেরা। পরে তারা হাতিয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ রোববার সকালে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামে কয়েকটি বসতঘরে লুটপাট ও অগ্নিœসংযোগের ঘটনা ঘটায় সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা সাবেক এমপি মোহাম্মদ আলী সমর্থিত আওয়ামীলীগ কর্মী বাহার উদ্দিন সর্দারের হাত-পা ভেঙ্গে গলা কেটে নদীতে ফেলে দেয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, সকালে স্থানীয় লোকজন মেঘনা নদীর মোহনায় একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।