Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭:  42বাংলাদেশী ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিল শনিবার আইপিএলে কোলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তাদের প্রিয় দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের দ্বৈরথ দেখার জন্য। কিন্তু হতাশ হতে হয়েছে তাদেরকে।

কারণ সাকিব বা মোস্তাফিজ কেউই জায়গা পাননি একাদশে। তাই দলের সাথে থাকার পরও মাঠে নামার বদলে সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দুই ক্রিকেট তারকাকে। আর এই ঘটনায় প্রচণ্ড ক্ষুদ্ধ বাংলাদেশী ক্রিকেটানুরাগীরা।
তবে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মোটেই মাথা ঘামাচ্ছেন না সাকিব ও মোস্তাফিজকে আইপিএলে তাদের দল খেলাচ্ছে কি না এ ব্যাপারে। মাশরাফির মতে, আইপিএলে তাদেরকে খেলানো হলো কি না এতে কিছুই যায় আসে না, এবং এটি নির্ধারণও করে দেয় না তারা ভালো না খারাপ খেলোয়াড়।

‘আমার কাছে একমাত্র কনসার্ন ওরা বাংলাদেশ দলের পক্ষে কেমন খেলে, সেটা। এখন ওরা কোথায় গিয়ে কী খেলল না খেলল, সেসব নিয়ে আমি একটুও ভাবি না। আর ফ্র্যাঞ্জাইজিরা কী চিন্তা করে কাকে খেলাবে না খেলাবে, সে নিয়ে আমার কী বলার থাকতে পারে?’ বলেন মাশরাফি।

এরপর নড়াইল এক্সপ্রেস আরো যোগ করেন, ‘নাইট রাইডার্স কিংবা সানরাইজার্স সাকিব আর মোস্তাফিজকে খেলায়নি বলেই তো আর ওরা খারাপ ক্রিকেটার হয়ে যায়নি। কলকাতায় খেলার আগেই সাকিব বিশ্ব ক্রিকেটে ‘মি. বাংলাদেশ’। মোস্তাফিজ কী, সেটাও আমরা জানি। তাই আমি ওটা নিয়ে ভাবছি না।’