খােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘ব্যাংকিং লজ অ্যান্ড প্র্যকটিসেস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ১৬ এপ্রিল, ২০১৭ তারিখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন একজন ব্যাংকারের প্রধান কর্তব্য হচ্ছে সকল আইন মেনে গ্রাহককে সেবা প্রদান করা। এ জন্য প্রতিটি ব্যাংক কর্মকর্তাকে অবশ্যই ব্যাংকিং আইন এবং প্রচলনগুলো জানতে হবে। একটি শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংক হিসাবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সেরা গ্রাহকসেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। আর গ্রাহকের নিরাপত্তার স্বার্থে দেশ ও জাতির কল্যাণে এ ব্যাংকের সকল কার্যক্রম ব্যাংকিং আইন মেনে পরিপালন করা হয়। তিনি কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের উপদেশ প্রদান করেন।