খােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭: কাজী কামাল হোসেন,নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী তোফাজ্জল হোসেন তোফা ৭ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির শামসুন্নাহার মুক্তি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৩৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে জামায়াতের প্রার্থী তোফাজ্জল হোসেন ২ হাজার ১৫৪ ভোট পেয়েছেন।
জানা গেছে, এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে সর্ব মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন, আওয়ামীলীগের তোফাজ্জল হোসেন তোফা (নৌকা), বিএনপির শামসুন্নাহার মুক্তি (ধানের শীর্ষ), স্বতন্ত্র প্রার্থী জামায়াতের তোফাজ্জল হোসেন (চশমা), নুর মোহাম্মদ মেহেদী (আনারস), সাবেক চেয়ারম্যান এজাজ আহমেদ হিন্দোল মোটরসাইকেল) ও মাজেদুর রহমান মিঠু ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, এ ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৮৯০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ২৪৩ জন ও নারী ভোটার ১১ হাজার ৬৪৭ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০ টি।
উল্লেখ্য, গতবছরের ২৮ মে অনুষ্ঠিত নির্বাচনে এ ইউনিয়নে উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রব পিন্টু ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৯ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর এ ইউনিয়নে চেয়ারম্যানের পদটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।