খােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭: দিনাজপুরের বিরল উপজেলার দুইটি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বিজোড়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন ৬৮৫৬ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম বিএনপির ধানের শীষ মার্কার প্রতিদ্বন্দি প্রার্থী সুলতান মাহমুদ ৫০৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও জাতীয় পার্টি লাঙ্গল সামসুজ্জামান হেলাল ৭৬৫। আব্দুর রাজ্জাক আনারষ সতন্ত্র ৮৪।
পলাশবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুস শুকুর (আনারস মার্কা) ২৫৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম আওয়ামী লীগের প্রার্থী খায়রুল ইসলাম ২৫৬৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও বিএনপি সমর্তীত প্রার্থী ধানের শীষ মোশারফ হোসেন ১৫৩০, আসলাম কাদির রয়েল সতন্ত্র ১২৮৪। মিজানুর রহমান সতন্ত্র মটর সাইকেল ৯৪৫।