খােলা বাজার২৪।। সোমবার, ১৭ এপ্রিল ২০১৭: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে একটি বসতবাড়ি দখলের চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এসময় ওই বাড়ির টিন ব্যষ্টিত সীমানা ভাংচুর ও অর্ধশতাধিক ফলজ, বনজ গাছ কেটে তছনছ করে বাড়ির গৃহকর্তি ফেরদৌস আরা মিনু (৪০) কে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে লক্ষ্মীনারায়ণপুর গ্রামের দ্বীন মোহাম্মদের বসত বাড়িতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত ফেরদৌস আরা মিনু ওই গ্রামের দ্বীন মোহাম্মদের স্ত্রী।
নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহকর্তি জানান, রোববার সন্ধ্যার দিকে আমি বাড়িতে একা থাকার সুবাধে স্থানীয় সন্ত্রাসী মোরর্মেদ আলম ১০/১২জন ভাড়াটে সন্ত্রাসী সহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমার বসত বাড়ির টিন ব্যষ্টিত সীমানা কুপিয়ে ভাংচুর করে বাড়ির ভিতরে প্রবেশ করে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে বাড়ি দখলের চেষ্টা করে। এতে ওই গৃহকর্তি সন্ত্রাসীদের বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ী পিটিয়ে আহত করে। এসময় সন্ত্রাসীরা গৃহকর্তির গলায় ও কানে থাকা দেড় ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই গৃহকর্তিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহত ফেরদৌস আরা মিনু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত ফেরদৌস আরা মিনুর স্বামী দ্বীন মোহাম্মদ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।