Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

downloadখােলা বাজার২৪।। সোমবার, ১৭ এপ্রিল ২০১৭: ডায়মন্ড ওয়ার্ল্ড ক্রেতাদের  প্রতিনিয়তই হাতে লেখা ‘কাঁচা চালান’ দিয়ে ভোক্তাদের প্রতারিত করছে ডায়মন্ড জুয়েলারির প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। হাতে লেখা চালান ক্রেতাকে সরবরাহের ফলে বিপুল অংকের ভ্যাট ফাঁকি দিচ্ছে এই প্রতিষ্ঠানটি । বোক্তাদের ভ্যাট কর্তৃপক্ষ ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারে (ইসিআর) চালান প্রস্তুতকে গুরুত্ব দিলেও গুরুত্ব দিচ্ছেনা ডায়মন্ড ওয়ার্ল্ড । ডায়মন্ড ওয়ার্ল্ডের হাতে লেখা রশিদে ৫ শতাংশ ভ্যাট যুক্ত করে  অতিরিক্ত টাকা আদায় করছে কিন্তু এই টাকা জমাহচ্ছেনা সরকারের খাতায় !

এ বিষয়ে ঢাকা দক্ষিণ কমিশনের এক কর্মকরতা বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের এই কাঁচা চালান বৈধ নয় বলে তিনি জানিয়েছে খোলাবাজার ২৪.কমকে, ভ্যাট গোয়েন্দার এক কর্মকর্তা খোলাবাজার ২৪.কমকে বলেন, এটি কাঁচা চালান এবং বৈধ নয়। সু-নির্দিস্ট অভিযোগ পেলে আমরা এর ব্যবস্থানিব। তিনি বলেন, ভ্যাট প্রদানের ক্ষেত্রে ইসিআর (ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার) চালান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিক্রেতাকে ইসিআর চালান দিতেই হবে। মুসক ১১, ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত একটি ভ্যাট চালানের ফর্ম তৈরি করে একাধিক বার ব্যবহার করলে সরকার প্রকৃত ভ্যাটের টাকা থেকে বঞ্চিত হয়, তাই  অমরা সবাইকে ইসিআরে বিল প্রস্তুতের নির্দেশনা দিয়েছি।

1454458683_13তবে সরকারের এই নির্দেশনা ডায়মন্ড জুয়েলারির প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড আমলেই নিচ্ছেনা ! এদিকে এই নির্দেশনাকে অমান্য করে ক্রেতাদের কাঁচা চালান নিতে বাধ্য করেছে ডায়মন্ড ওয়ার্ল্ড। কাঁচা চালান ও ভ্যাটের বিষয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড এর মিডিয়া ম্যানেজার মেহেদীর কাছে জানতে চাইলে কিছু না বুঝেই ফোনে (01711-843311) মামলা দেয়ার ভয় দেখান এই কর্ম কর্তা। তিনি আরো বলেন, এর আগে আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা সাহেব দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন। তাই আমাদের বিষয়ে লিখে নিজের বিপদ আনবেনা!
তবে অনুসন্ধানে জানায়ায় ডায়মন্ড ওয়ার্ল্ড  ইসিআর এবং হাতে লেখা  দুই রকমেরই চালান দিয়ে থাকে ! ডায়মন্ড ওয়ার্ল্ডের  তবে  সচেতন ক্রেতারা কাঁচা চালানের বিষয়টি জানতে চাইলে তাদের ইসিআর চালান দিয়ে থাকে ডায়মন্ড ওয়ার্ল্ড।

ভ্যাট আইনে মুসক ১১, ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত একটি ভ্যাট চালানের বলা থাকলেও ডায়মন্ড ওয়ার্ল্ড পণ্য বিক্রির তথ্যাদি গোপনে সংরক্ষণ করে। এতে  প্রতি বছর কয়েক কোটি টাকার রাজস্ব হারাছে সরকার।

ডায়মন্ড ওয়ার্ল্ড রাজস্ব (ভ্যাট )ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা পাচার করছে ভারতে, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা ভারতে পাচার করছে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দীলিপ কুমার আগরওয়াল। ঢাকা ও চট্টগ্রামে বিলাসবহুল শো-রুম খুলে নকল ডায়মন্ড বিক্রি করে রীতিমতো প্রতারণা করে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকত্বধারী এই ব্যবসায়ী। সে সুবাদে ভারতের কুখ্যাত চোরাকারবারীদের নিয়ে গড়ে তোলেন শক্তিশালী সিন্ডিকেট। প্রথমে স্বর্ণ, তারপর মূল্যবান পাথর এরপর নকল ডায়মন্ড বিক্রি করে রাতারাতি কোটিপতি বনে যান!