খােলা বাজার২৪।। সোমবার, ১৭ এপ্রিল ২০১৭: রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি) ভবনে আগুন লেগেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে ভবনটিতে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিস্তারিত জানানো যাবে।