Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
17965153_1378238725597590_677422562_nখােলা বাজার২৪।। সোমবার, ১৭ এপ্রিল ২০১৭:  সারা দেশে অব্যাহত গুম, খুন, অপহরণের বর্ণনা করে দেশের বর্তমান অবস্থাকে ‘মৃত্যু উপত্যকা’ হিসেবে আখ্যা দিয়ে ২০ দলীয় জোট নেতা ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, গুম-খুনের কারণে সমগ্র বাংলাদেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। ৫ বছরেও ইলিয়াস আলীর সন্ধ্যান দিতে পারে নাই সরকার। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ শতশত বিরোধী দলের নেতা-কর্মী গুম হয়েছে এই সরকারের আমলে। অথচ সরকার নিজেদের ব্যর্থতা স্বীকার না করে জোড় করে অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে।
সোমবার দুপুরে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘ইলিয়াস আলী গুমের ৫ বছর’ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত সভায় ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া এ কথা বলেন। ন্যাপ নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ন্যাপ সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম সারওয়ার খান, ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ নুরুল আমান চৌধুরী, সম্পাদক মোঃ কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, যুব ন্যাপ যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান পলাশ, আবদুল্লাহ আল কাউছারী, জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।
গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, এমন কোনো জেলা নেই যেখানে গুম বা খুনের ঘটনা ঘটেনি। সারা দেশে শুধু হাহাকার, কান্না আর কান্না। আমরা আর চোখের পানি দেখতে চাই না। এখন সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, সরকার বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে চরম ব্যর্থ। গুম, খুন হচ্ছে। যেখানে-সেখানে পাওয়া যাচ্ছে লাশ। অনেক ক্ষেত্রে সরকারি দলের ‘সন্ত্রাসী’ আবার কোনো কোনো ক্ষেত্রে সরকারের ‘বিভিন্ন সংস্থা’ এসব ঘটনায় জড়িত। দেশে-বিদেশে বিভিন্ন মহল এ নিয়ে গভীর উদ্বিগ্ন।
আন্দোলন থেকে সরাতেই বিরোধী দলের নেতা-কর্মীদের এ ধরনের ন্যক্কারজনক পথ বেছে নিয়েছে সরকার। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত অবশ্যই তাদের একদিন বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। সভাপতির বক্তব্যে সৈয়দ শাহজাহান সাজু বলেছেন, স্পষ্টভাষায় বলতে চাই, জুলুম-নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না। অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না। গণআন্দোলনের মাধ্যমেই ফ্যাসীবাদী সরকারের পতন ঘটানো হবে।