Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

unnamedখােলা বাজার২৪।। সোমবার, ১৭ এপ্রিল ২০১৭:জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর মহাসচিব ( চলতি দায়িত্ব) অধ্যাপক আব্দুল্লাহ এম. তাহের বলেছেন, ২৪ এপ্রিল প্রমাণ করতে হবে এদেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা হয়েছে। ৪৬ বছরের খাই খাই রাজনীতির অবসানের লক্ষ্যে ঢাকার রাজপথে শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রমাণ করতে হবে বাংলাদেশ আর দূর্নীতিবাজদের অভয়ারণ্য নয়। এই বাংলাদেশ ববি হাজ্জাজদের মতো সৎ ও সাহসীদের নেতৃত্বেই এগিয়ে যাবে।
সোমবার বিকেলে বনানীস্থ এনডিএম চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আব্দুল্লাহ এম. তাহের বলেন, ২৪ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ছাত্র আন্দোলনের সর্বাধিক উপস্থিতি প্রত্যাশা করছি। কেননা, বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে তরুণরা। দূর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তরুণরাই পারে ববি হাজ্জাজের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার হতে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী মো. ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়কারী মাসুদ রানা জুয়েল, ঢাকা মহানগর উত্তরের সমন্বয়কারী সোহাইল জামিল সরকার ও মাশকুর রাতুল, গাজীপুর জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মনিরুল ইসলাম আম্মাম, শ্যামপুর থানার আহ্বায়ক মাঈনুল ইসলাম রিফাত , নারায়নগঞ্জ জেলারর সমন্বয়ক খায়রুল ইসলাম, উত্তরা পশ্চিম থানার আহ্বায়ক মাহিম, সদস্য সচিব জুবায়ের আহমেদ, উত্তরা পূর্ব থানার আহ্বায়ক তানভীর আহমেদ, বনানী থানার আহ্বায়ক অভিষেক আল রাজিব, সদস্য সচিব আবুল খায়ের রাসেল, কাফরুল থানার সদস্য সচিব মাহমুদুর রহমান নওশাদ প্রমুখ।