Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খােলা বাজার২৪।। সোমবার, ১৭ এপ্রিল ২০১৭: নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ও মোহাম্মদপুর ইউনিয়নের স্থগিত ৫টি কেন্দ্রে ৩য় দফায় পুনঃ ভোটগ্রহনে দুই ইউনিয়নেই আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এতে ওই ২ ইউনিয়নে বিএনপির ভরাডুবি হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) রাতে নোয়াখালী জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা সুধাংশু কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে কেশারপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে বেলাল হোসেন ভূঁইয়া ও মোহাম্মদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. রুহুল আমিন ভূঁইয়া বেসরকারীভাবে নির্বাচিত হন।

প্রাপ্ত ভোটে ফলাফলে কেশারপাড় ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত বেলাল হোসেন ভূঁইয়া নৌকা প্রতীক নিয়ে ৭৮৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত আবদুল হক সুমন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮১৬ ভোট। ভোটের ব্যবধান ৩০৩১।

মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত রুহুল আমিন ভূঁইয়া নৌকা প্রতীক নিয়ে ২৫৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি (বিদ্রোহী) আমিনুল ইসলাম দুলাল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৪২৪। ভোটের ব্যবধান ১২৬।

এরআগে, রোববার সকাল ৮টা থেকে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ও মোহাম্মদপুর ইউনিয়নের স্থগিত ৫টি কেন্দ্রে ৩য় দফায় পুনঃ ভোটগ্রহন শুরু হয়। বিকেল ৪টায় একটানা ভোটগ্রহণ চলে।

প্রসঙ্গত, গত বছর ২৮ মে সেনবাগ উপজেলার ইউপি নির্বাচনে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে অনেকগুলো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে ওই বছরের ৩১ অক্টোবর ২য় দফার নির্বাচনেও কেশারপাড় ও মোহাম্মদপুর ইউনিয়নের ৫টি কেন্দ্রের ভোট পুনরায় স্থগিত করা হয়।