Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Fukrul-islam-bg20170418140517খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭:  আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে, সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আযাদ প্রমুখ।

বিএনপির চেয়াপারসন খালেদা জিয়ার নির্দেশে ২ বৈশাখ  সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল সফরে যান বিএনপি মহাসচিব। তার সফরের অভিজ্ঞতা এবং হাওরাঞ্চলের বন্যাপীড়িত মানুষের বাস্তব চিত্র তুলে ধরতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত নেত্রকোণা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার হাওরাঞ্চলকে দুর্গত এলাকা’ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি।
সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণত বৈশাখ মাসের মাঝামাঝিতে হাওরাঞ্চলে বন্যা হয়, কিন্তু এবছর নির্দিষ্ট সময়ের আগে বন্যা হওয়ায় কৃষকরা তাদের জীবন-জীবিকার একমাত্র সম্বল ফসল হারিয়ে এখন দিশেহারা।

তিনি বলেন, উজান থেকে নেমে আসা ঢলের পানি ও অতিবৃষ্টিতে সংস্কারহীন বাঁধ ভেঙে যাওয়ায় নেত্রকোণা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার হাওরাঞ্চলে লাখ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে, এসব এলাকায় সাড়ে ৩ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। যাতে প্রায় ১০ লাখ টন চাল উৎপাদন হতো।

হাওর এলাকার লাখ লাখ লোক মানবিক বিপর্যয়ে সম্মুখীন হয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কৃষকের ঘরে সারা বছর  ১৫/২০ মণ ধান/চাল মজুদ থাকতো, সেই কৃষক এখন তিন/চার কেজি চালের জন্য লাইনে দাঁড়াচ্ছেন। ছোট ছোট বাচ্চারা খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। সব ফসল নষ্ট হওয়ায় কৃষকরা অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছেন।

সরকারের ত্রাণ তৎপরতা লোক দেখানো ও অপ্রতুল অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, খোলা বাজারে চাল ও আটা বিক্রির কথা বলা হলেও তা দৃশ্যমান নয়। এ নিয়ে অনেক দুর্নীতি হচ্ছে বলেও শোনা যাচ্ছে। বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই হাওরাঞ্চলের মানুষের দুর্দশায় তারা নির্বিকার।

পুরাতন কৃষিঋণ মওকুফের দাবি জানিয়ে ফখরুল বলেন, সাধারণত ব্যাংক ও বিভিন্ন এনজিওসহ মহাজনী ঋণ নিয়ে হাওরাঞ্চলের কৃষকরা তাদের ফসল উৎপাদন করে। এবার ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় ঋণের চাপে এবং পরিবার পরিজনের অনিশ্চিত ভবিষ্যৎ দু:চিন্তায় তাদের মাথায় আকাশে ভেঙে পড়েছে। এরইমধ্যে নেত্রকোণায় একজন আত্মহত্যা করেছেন, আরেকজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। হাওরাঞ্চলের কৃষকদের জন্য বেশ কিছু দাবিও তুলে ধরেন সাবেক কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দাবিগুলোর মধ্যে রয়েছে- ১. ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করা, ২. প্রশাসনের উদ্যোগে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কমিটি গঠন করে আগামী ফসল ওঠার আগ পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ তৎপরতা চালানো ৩. পুরাতন কৃষি ঋণ মওকুফ, ৪. সুদবিহীন নুতন কৃষিঋণ বিতরণ, ৫. কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, তেল ও কৃষি উপকরণ বিতরণ, ৬. ক্ষতিগ্রস্ত বাঁধগুলো আগামী ফাল্গুন মাসের আগেই পুন:নির্মাণ, ৭. আগামী বোরো ফসল ওঠার আগেই নদীগুলো ড্রেজিং এবং ৮. ৫৪টি অভিন্ন নদীর পানি প্রবাহের জন্য ভারতের সঙ্গে ন্যায্য চুক্তি।