Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

unnamed (1)খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭: নরসিংদী প্রতিনিধি, মোঃ রাসেল মিয়া: মাস্টার ডিগ্রী পাশ করে চাকুরীর পিছনে ঘুরে ঘুরে যখন হতাশায় আর বঞ্চনায় পরিবারের বুঝা হয়ে দাঁড়িয়ে ছিলো তখনই কোয়েল পাখির খামার করে আর্থিক ভাবে স্বাবলম্বী হয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার দুই যুবক। এখন তাদের মাসিক আয় হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা । শুধু তাই নয় তাদের দেখে অনেক বেকার যুবক কোয়েল পাখির খামার করতে উদ্যোগ নিচ্ছেন ।

জানা যায়, রায়পুরা উপজেলার তাত্তাকান্দা গ্রামের রুবেল ও মশিউর নামে দুই বন্ধু গত ২০১১ সালে মাস্টার ডিগ্রী পাশ করেই চাকরী খুজা শুরু করলেন। দীর্ঘ ৬ বছরে চাকরী না পেয়ে হতাশা আর বঞ্চনায় পরিবারের বুঝা হয়ে পড়লো তারা। তখনই বিভিন্ন মিডিয়ায় দেখলো কোয়েল পাখির খামার করে অনেকেই সহজেই আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন। দেরি না করে দুই জনই উপজেলার সমবায় অফিসারের সাথে যোগাযোগ করেন। ঐ সমবায় অফিসারের সহযোগীতায় স্থানীয় স্বাধীন বাংলা সমবায় সমিতির সদস্য হয়ে গত ৫ মাস আগে ১ লাখ ২০ হাজার টাকা কর্জ্জ নিলো ঐ সমিতি থেকে। ঐ টাকা দিয়ে দেড় হাজার কোয়েল পাখি নিয়ে শুরু করলেন কোয়েল পাখির খামার। প্রতিদিন পাখি গুলো ডিম দিচ্ছে এখন ১২ শ থেকে ১৩ শ। প্রতিদিনের ডিম প্রতিদিনই ব্যবসায়ীরা খামার থেকে এসে নিয়ে বিভিন্ন বাজার বিক্রি করে থাকেন। রুবেল ও মশিউরের এ সাফল্য দেখে আশে পাশের বেকার যুবক আগ্রহী হয়ে উদ্যোগ নিচ্ছেন এখন কোয়েল পাখির খামার করতে। এদিকে রুবেল ও মশিউরের মতো কোন যুবক উদ্যোগ নিয়ে যে কোন খামার করতে এগিয়ে আসলে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগীতার আশ্বাস দিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন।