Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার,  ১৮ এপ্রিল ২০১৭: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।সম্পদের হিসাব না দেওয়ার দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৫ জানুয়ারি সম্পদের হিসাব জমা দিতে ইকবাল মান্দ বানুকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর ইকবাল মান্দ হাইকোর্টে রিট করলে আদালত স্থগিতাদেশ দেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়।

নির্দিষ্ট সময়ে দুদকে হিসাব জমা না দেওয়ায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপপরিচালক আর কে মজুমদার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে একটি মামলা করেন। তদন্ত শেষে ১৪ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় দুদক। অনুমোদনের পর ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, এই মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আদালত আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। এছাড়া গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৪ মে তারিখ ধার্য করেছেন আদালত।