Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার,  ১৮ এপ্রিল ২০১৭: আজব বিচার। গরু হত্যার অপরাধে হত্যাকারীর শিশুকন্যার বিয়ের নির্দেশ দিল ভারতের মধ্যপ্রদেশ ভোপালের একটি খাপ পঞ্চায়েত। এমন এক আজব বিচারে শোরগোল শুরু হয়েছে মধ্যপ্রদেশের গুনা জেলায়। সরকার ‌যেখানে বাল্য বিবাহ রোখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সেখানে খাপের এই নির্দেশ অবাক করেছে এলাকাবাসীদের।

ঘটনাটি তিন বছরের পুরনো ঘটনা। মধ্যপ্রদেশের গুনা জেলার বাসিন্দা জগদীশ বানজারা একটি গরুর বাছুর মেরে ফেলেছিলেন। তার জমিতে ফসল খাচ্ছিল ওই বাছুরটি। তাকে জমি থেকে সরাথে পাথর ছুঁড়ে তাড়াতে গেলে বাছুরটির মাথায় লাগে। সেই আঘাতেই গরুর বাছুরটির মৃত্যু হয়। পুরনো মামলা এতদিন পরে এবার উথলিয়ে দিয়ে উঠেছে। ওই ঘটনার পর জগদীশ ‌বানজারের পরিবারকে সামাজিক বয়কট করা হয়।

গত তিন বছর ধরে চলছে ওই বয়কট। গরু মারার পাপ কাটাতে পুরোহিতের নির্দেশ মতো গঙ্গা স্নান করেছিলেন। এলাকার লোকজনকে খাইয়েওছিলেন। তার পরেও এই রায়।

সম্প্রতি এলাকার খাপ পঞ্চায়েত রায় দিয়েছে গরু মারার শাস্তি স্বরূপ জগদীশকে তাঁর ৫ বছরের শিশু কন্যার বিয়ে দিয়ে হবে এক আট বছরের বালকের সঙ্গে। তা না হলে গ্রামের অকল্যাণ হবে। পঞ্চায়েতের বিরুদ্ধে জগদীশের স্ত্রী এফআইআর করার পরই ঘটনাটি সামনে এসেছে। এখন মেয়ের পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা পণ চাইছে ছেলের পরিবার।