খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭: পূবালী ব্যাংক লিমিটেড এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এর মধ্যে একটি সমঝোতা স্মারক আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এর জেনারেল ম্যানেজার জেমস্ পি. ম্যাকডোনাল্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক হস্তান্তর করেন। এসময় পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী, হেড অব কার্ডস্ ও উপ-মহাব্যবস্থাপক কাজী আশফাক-উর-রহমান, কার্ড বিভাগের উপ-মহাব্যবস্থাপক হালিমা খাতুন এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এর মার্কেটিং এন্ড বিজনেস প্রমোশনস্ এর ডিরেক্টর শহিদুস্ সাদেক, সেলস্ এন্ড মার্কেটিং এর ডিরেক্টর রেজওয়ান মারুফ উপস্থিত ছিলেন।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে পূবালী ব্যাংক লিমিটেডের গ্লোবাল ক্রেডিট কার্ডের গ্রাহকবৃন্দ শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে প্রবেশাধিকারসহ সব ধরণের সুযোগ-সুবিধা উপভোগ করবেন।