খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭: জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ঠাকুরগাঁও পৌরসভাধীন রোড ষ্টেশন এলাকা হতে ইয়াবা সহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে তাঁকে আটক করে পুলিশ।
থানা সুত্রে জানা যায়,মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ঠাকুরগাঁও সদর থানার এসআই সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও রোড ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আনোয়ার হোসেন ওরফে খোকন(২৮)কে আটক করে।
আটক খোকন পঞ্চগড় জেলার আমের ডাঙ্গা গ্রামের মৃত-ময়েস উদ্দিন এর ছেলে।
আটকের বিরদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯ (ক) ধারায় একটি মামলা রজু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মশিউর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।