Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খােলা বাজার২৪।। বুধবার, ১৯ এপ্রিল ২০১৭: উত্তর কোরিয়া অভিমুখে যুক্তরাষ্ট্র কোন যুদ্ধবিমানবাহী জাহাজ কিংবা রণতরী পাঠায়নি। বরং উল্টোপথে রওনা করছে বলে বিবিসির খবরে জানা গেছে।

মার্কিন বিমানবাহিনী ৮ এপ্রিল ঘোষণা করে যে উত্তর কোরিয়া উপদ্বীপ অভিমুখে কার্ল ভিনসন গ্রুপকে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ঘোষণা দেন উত্তর কোরিয়া অভিমুখে সশস্ত্র সেনা পাঠানো হয়েছে। অথচ ভারতীয় মাহাসাগরের কাছে সানডা প্রবাহে কার্ল ভিনসন গ্রুপকে অবস্থান করার খবর জানা গেছে।

মঙ্গলবার মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ‘৮ এপ্রিল সিঙ্গাপুর ত্যাগের পর তারা ‘পার্থ’ বন্দর পরিদর্শনের পরিকল্পনা বাদ দেয়। তবে অষ্ট্রেলিয়ায় একটি ট্রেনিংয়ে অংশগ্রহণ করে।’

উত্তর কোরিয়া থেকে বিবিসির সাংবাদিক স্টিফেন ইভানস জানিয়েছেন, গ্রুপটি কোন সমস্যায় পড়েছে নাকি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে ভয় দেখাতে সশস্ত্র সেনা পাঠাবার কথা বলা হয়েছে সে বিষয়ে এখনেও নিশ্চিত করে বলা যাচ্ছে না।