Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খােলা বাজার২৪।। বুধবার, ১৯ এপ্রিল ২০১৭:  ঠাকুরগাঁও পৌরসভাধীন বাসটার্মিনাল এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ম্যাজিষ্ট্রেট কতৃক এক অভিযান পরিচালনা করে পৌরসভা।

বুধবার দুপুরে এ অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর দ্বায়িত্ব পালন করেন বিতান কুমার মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমিন,প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, কমিশনারবৃন্দের মধ্যে নজরুল ইসলাম, হামিদুল্লাহ আল মামুন, এস এম শাহাজাহান সাজু, আতাউর রহমান, নুর ইসলাম নুরু, ইউসুফ আলী, প্রদীপ সংকর চক্রবর্তী, রমজান আলী, মহিলা কমিশনার দ্রোপদী দেবী আগরওলা, নাজিরা আক্তার স্বপ্না, আয়শা বানু, পারুল। এছাড়াও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পৌর মেয়র বলেন, ঠাকুরগাঁও শহর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে এ অভিযান চালানো হচ্ছে। আগামী ৩ দিনের মধ্যে টারমিনালের ভিতরে যত ময়লা আবর্জনা রয়েছে সব সরানো হবে।

পৌরসভা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও পৌরসভায় অবৈধভাবে দোকান পাট থাকায় জনসাধারনের সুবিধার্থে এ অভিযান চালানো হয়েছে। অভিযান শেষে অবৈধ মালামাল পৌরসভার গাড়ীতে পৌরসভায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য,গত ১২ এপ্রিল ভোরবেলা পৌরসভা কতৃক বাসটার্মিনাল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে বিক্ষুদ্ধ শ্রমিকদের রোষানলে পড়ে এক পৌর কর্মচারী আহত হয়।