Mon. Aug 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49খােলা বাজার২৪।। বুধবার, ১৯ এপ্রিল ২০১৭:  ম্যাচটা দেখার পর মেজাজ আর ধরে রাখতে পারেননি মাইকেল বালাক। টুইট করে সাবেক এই জার্মান তারকা বলেন, ‘কেলেঙ্কারি! কখনই লাল কার্ড হয় না।’ বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে টুইটে কিছুই বলেননি, কেবল তিনটি ডট চিহ্ন দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। লিভারপুলের সাবেক তারকা ফুটবলার জন আর্নে রিজি তাঁর টুইটে বলেন, ‘বায়ার্ন মিউনিখ বিদায় নিলে সেটি হবে রেফারির কারণে। একটি ভুল লাল কার্ড ও অফসাইডে থেকেও গোল। চ্যাম্পিয়ন্স লিগে এত বাজে রেফারিং!’
দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৬-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠেছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালের জয় ছাপিয়েও প্রশ্ন উঠেছে হাঙ্গেরিয়ান রেফারি ভিক্টর কাসাইয়ের রেফারিং নিয়ে। গতকাল মঙ্গলবার রাতে জয়ের জন্য উঠেপড়ে খেলতে থাকে দুদলই। খেলার পঞ্চম মিনিটে বায়ার্নের ডি-বক্সে ঢুকে পড়েন রিয়াল ফরোয়ার্ড ইসকো। চিলিয়ান ফরোয়ার্ড ভিদাল ইসকোকে বাজেভাবে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন। ম্যাচের ৮৪ মিনিটে আসেনসিওকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ভিদাল। দুটি হলুদ কার্ড দেখায় লাল কার্ডের ফাড়ায় পড়ে মাঠ ছাড়তে হয় বায়ার্নের এই ফুটবলারকে। তবে রিপ্লেতে দেখা যায়, হলুদ কার্ড খাওয়ার মতো ট্যাকল করেননি ভিদাল। এরপরই শুরু হয় রেফারির মুণ্ডুপাত।

বিতর্ক ছড়িয়েছে রোনালদোর শেষ দুটি গোলও। ১০৪তম মিনিটে রামোসের দেওয়া বলে গোল করার সময় পরিষ্কারভাবে অফসাইড ছিলেন পর্তুগিজ তারকা। পাঁচ মিনিট পর আবার অফসাইডে গোল করেন রোনালদো। মার্সেলোর পাসে গোল করার সময়ও অফসাইড ছিলেন রোনালদো। দুবারই রেফারির চোখ গলিয়ে বের হয়ে যান সিআরসেভেন। এখানেই দারুণ ক্ষেপেছেন বায়ার্ন সমর্থকরা। লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাওয়া ভিদাল এটিকে চুরি বলেছেন। তিনি বলেন, ‘এটা পরিষ্কারভাবে চুরি। দুটি বড় দলের চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় আসরে এতা বড় চুরি মেরে নেওয়া যায় না।

অন্যরকম