Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১৯ এপ্রিল ২০১৭: 78গাইবান্ধার ফুলছড়িতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তথ্য কমিশন ও ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশিক্ষণ) ভুইয়া মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ফুলছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তথ্য কমিশনের জেলা প্রশিক্ষক ও বাসস গাইবান্ধা প্রতিনিধি সরকার মো. শহীদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান, উড়িয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন ও রওশনারা বেগম, ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন প্রমুখ। উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব ও সাংবাদিকসহ ৬০ জন ব্যক্তি এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে তথ্য অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারা-উপধারা নিয়ে বিশদ আলোচনা করা হয়।