
খােলা বাজার২৪।। বুধবার, ১৯ এপ্রিল ২০১৭: পিরোজপুর প্রতিনিধি : আজ রাজিব আহসান মুক্তি পরিষদের আহ্বায়ক ও (পিরোজপুর জেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি প্রার্থী) বর্তমান পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এম ডি বদিউজ্জামান শেখ রুবেলের নেতৃত্বে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদলের উদ্বোগ্যে কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ক্রেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান গতকাল বরিশাল থেকে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় এক সড়ক দূর্ঘটনায় আহত হন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, সদপ্তর তৌহিদুল কমির, জেলা যুবদলের কোঃ আহবায়ক এ্যাড. মিনিরুল ইসলাম মনির, জিলা বিএনপি নেতা মিলু শেখ, মিন্টু শরিফ, ছাত্রনেতা ছাত্রদলের আমিনুল ইসলাম, পরাগ সরদার , রানা মুন্সী, শুভ হাওলাদার, শহিদুল ইসলাম রানা, মোঃ নয়ন, মাসুম বিল্লাহ, প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সদপ্তর তৌহিদুল করিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ক্রেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসানের সুস্থ্যতা ও ধীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া করেন।