Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Caucasian businessman standing on urban rooftop

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭: সফলতা জীবনে খুব মানুষেরই আসে। যারা কঠোর পরিশ্রমী এবং উদ্যোগী মনোভাবাপন্ন রয়েছেন জীবনে একমাত্র তারাই সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। জীবনে সফল হতে কে না চায়। আপনি হয়ত ভাবছেন আপনার ভাগ্য সেই ছোটবেলা থেকেই অনেক খারাপ। বয়সের এ পর্যন্ত কোনো সফলতাই আপনার জীবনে আসে নি। এজন্য জীবনে সফল হওয়ার হাল হয়তো ছেড়েই দিয়েছেন। আপনি যদি এমন অবস্থায় থেকে থাকেন তাহলে জেনে নিন সফল ব্যক্তিরা ঠিক কোন ৫ টি নিয়ম মেনে নিজেদের জীবনকে সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন।

১. আপনি যে কাজটি করতে চাইছেন সেই কাজের জন্য পর্যাপ্ত সময় বের করুন : 
সফল ব্যক্তি হিসেবে নিজেকে পরিচিত করতে চাইলে সবার প্রথমে যে কাজটি করবেন সেটি হল জীবনের লক্ষ্য ঠিক করে ফেলুন। অর্থাৎ আপনি যে ধরনের কাজ করবেন সেই কাজগুলো ঠিক করে ফেলেন। আপনি যেই কাজ করতে চান সেই কাজের জন্য নির্দিষ্ট সময় বের করুন। আপনি প্রতিদিন হয়ত অনেক ধরনের কাজ করে থাকেন। এর মধ্য থেকে যথেষ্ট সময় বের করে আপনার পছন্দের কাজগুলো করুন। ধরুন আপনি ফটোগ্রাফি করতে ভালোবাসেন এবং জীবনে একজন সফল ফটোগ্রাফার হতে চান। এই ক্ষেত্রে আপনি আপনার ফটোগ্রাফি কাজের জন্য নির্দিষ্ট সময় বের করে অনেক বেশি বেশি ফটোগ্রাফ করুন। এতে করে আপনার এই বিষয়ে দক্ষতা আসবে। অনেক ধরনের অভিজ্ঞতা আসবে যা আপনার ক্যারিয়ার লাইফে অনেক কাজে দিবে।

২. কাজটিকে ভালোবাসতে হবে :
আপনি যে কাজই করেন না কেন সেই কাজকে অনেক বেশি পরিমাণে ভালোবাসতে হবে। ভালোলাগা তৈরি করতে হবে। মানুষ ভালোলাগার বিষয়টির জন্য অনেক কষ্ট করতেও রাজী হয়। কারণ ভালোলাগার মূল্য অনেক। আপনি যদি ফটোগ্রাফী করতে ভালোবাসেন তাহলে আপনি এর প্রতি এতটাই সিরিয়াস থাকবেন যতটা না অন্য কাজের প্রতি থাকবেন। আর যে কাজ সিরিয়াসভাবে এবং মনোযোগ দিয়ে করবেন স্বাভাবিকভাবে সেই কাজটিতে সফলতা আসতে বাধ্য।

৩. কারণের চেয়ে কার্যের গুরুত্ব বেশি হতে হবে :
আপনি যে কারণে কাজটি করছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণে আপনার কাজের উপরে গুরুত্ব দিতে হবে বেশি। আপনি হয়ত অনেক কারণেই কাজটি করতে পারেন। হতে পাওে এটি প্রয়োজনীয়তা থেকে বা অন্য কিছু থেকে। এগুলো সম্পর্কে চিন্তা না করে বেশি কওে ভাবুন আপনার কাজটি ভালো হচ্ছে কি না। বা ভালো হতে গেলে আর কি করা উচিৎ। এই বিষয়ে খেয়াল রাখলে দেখবেন আপনার কাজটি অন্যান্য সবার থেকে অনেক বেশি ভালো হচ্ছে। ফলে সফলতা আসতে বাধ্য।

৪. একই ভুল বারবার করা যাবে না :
আপনার কাজে ধরা পড়া ভুলগুলো যদি না শুধরিয়ে নিয়ে আবার একইভাবে ভুল করেই যান তাহলে আপনার কাজের অগ্রগতি আসবে না। কারণ আপনি ভুলগুলো শুধরিয়ে সঠিকটি প্রয়োগ করছেন না। ভুলটাই বারবার করছেন। ফলে কাজে নতুনত্ব আসছে না। ধরুন ফটোগ্রাফিতে আপনি একবার ভুল করলেন যে একটি ফ্রেমে ফটো তুললে ছবিটির হেডরোম কেটে যাচ্ছে। আপনার উচিৎ হবে না যে একই ফ্রেমে বারবার ছবি তুলে একই ভুলের পুনর্বার প্রয়োগ করা। এক্ষেত্রে আপনার উচিৎ ভুল শুধরিয়ে ভিন্ন ফ্রেমে ছবি তোলা। তাহলে আর একই ভুল বারবার হবে না।

৫. সবসময় ভালো ধারণাই নেয়া উচিৎ, কিন্তু বিষয়টি মানুষের বুঝতে বেশ কয়েক বছরই সময় লেগে যায় :
সফলতা আনতে চাইলে নিজেকে সবসময় সৃজনশীল কিছু ভূমিকা রাখতে হয়। সৃজনশীল চিন্তাভাবনা না থাকলে সফলতা সম্ভব নয়। আপনার কাজে নতুন নতুন কিছু ধারণা প্রয়োগ করবেন। এতে কাজে নতুনত্ব আসবে। কিন্তু এটা দুঃখজনক হলেও সত্য যে এই ধরনের নতুন বিষয়গুলো সবার দৃষ্টিগোচর হতে বেশ কিছুটা সময় লেগে যায়। তবে এটা কোনোই বিষয় না। কারণ ধৈর্য ধরলে ভালো ফলাফল আসতে বাধ্য।

এছাড়া দেখুন :
মার্ক জাকারবার্গের ৫টি স্মরণীয় উক্তি, যা আপনাকে শেখাবে সাফল্যের মূলসূত্র : একজন ব্যক্তির যদি স্বপ্ন আর শ্রম দেয়ার মানসিকতা থাকে তাহলে বয়স তার কাছে কোনো ব্যাপারই না। আসুন জেনে নিই জাকারবার্গের ৫টি স্মরণীয় উক্তি, যা আপনাকে জানিয়ে দেবে আসলে কেন এতটা সফল মানুষ তিনি।

সফলতা চাইলে ৫টি নেতিবাচক চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন এখনই : প্রতিনিয়তই আমরা নেতিবাচক চিন্তা করে যাচ্ছি কম বেশি সব কিছু নিয়েই। আমাকে দিয়ে এটা হবে না, ওটা হবে না, আমি পারি না, আমি খারাপ ইত্যাদি আরো নানান রকম মনগড়া নেতিবাচক চিন্তাভাবনা সফলতাকে আমাদের কাছ থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে। প্রতিনিয়ত নিজেকে ছোট ভাবতে ভাবতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি আমরা।

কর্মক্ষেত্রে নিশ্চিত সফলতা অর্জনের ৮ টি উপায় : যারা কর্মজীবী, তাদের জীবনে অন্যতম একটা বড় সমস্যার নাম হচ্ছে অফিচ বা কর্মক্ষেত্র। আপনি যে পেশার মানুষই হয়ে থাকুন না কেন, কর্মক্ষেত্রে সফলতা নিশ্চয়ই আপনার কাম্য। হয়তো খুব কাজ করছেন, কিন্তু সফলতার দেখা মিলছে না। আবার অনেকে হয়তো জানেনই না যে কিভাবে কাজ করলে সম্ভব সফলতা অর্জন। কাজ হয়তো ঠিকই করে যাচ্ছেন কলুর বলদের মতন, কিন্তু তা হচ্ছে পণ্ডশ্রম। মিলছে না কাঙ্ক্ষিত সাফল্য, অর্জন হচ্ছে না সন্তুষ্টি।