Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
18010233_292566547860863_3707601201702351136_nখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭: আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের উদ্যোগে বাংলাভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সানজিদ, সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক ইন্দ্রজিৎ সরকার, ৭১ টেলিভিশনের প্রযোজক ও উপস্থাপক আতিক রহমান, মাদারীপুরের কালকিনীর যায়যায়দিনের প্রতিনিধি শহীদুল ইসলাম খোকন, চ্যানেল আইয়ের মোরসালিন বাবলা-সহ সারাদেশের সাংবাদিকদের উপর হামলা-মামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হাসান কাজলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম.এ আজিজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাব এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক নেতা মেহতাজ আহসান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, এম.এম সেকেন্দার আলী, মেহেদী হাসান কাজলসহ প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় বলেন, সাংবাদিকদের অনৈক্যের কারণেই বারবার সারাদেশে সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে। আমি ১৯৭৮ সালে সাংবাদিকতা পেশায় এসেছিলাম। সেই সময় সাংবাদিকদের গায়ে কেউ হাত দেয়ার দুঃসাহস করতো না। তাদেরকে মানুষ সম্মান ও শ্রদ্ধা করতো। কিন্তু বর্তমানে আমরা দেখছি সাংবাদিকদের কোন মর্যাদা নেই। তাদের প্রতি মানুষের কোন আস্থা নেই।
৯ম ওয়েজ বোর্ড নিয়ে সাংবাদিকরা দুই ভাগে বিভক্ত হয়ে আন্দোলন করছে। যা অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকদের পেশাগত দায়িত্বে কোন রাজনৈতিক দল বা ব্যক্তির উপর ছাড় না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাগর-রুনি হত্যার বিচার হলে সাংবাদিকদের আজকের এই দিনটি দেখতে হতো না। কালকীনির সাংবাদিক খোকনকে প্রকাশ্যে গাছে বেধে নির্যাতন করেছে। কি বিচার হয়েছে ? বাংলাভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সানজিদ, সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক ইন্দ্রজিৎ সরকারসহ সম্প্রতিকালে যে সমস্ত সাংবাদিকদের উপর হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, আমরা আর কতো নির্যাতনের শিকার হবো ? আমাদের উপর হামলা হলে কেউ প্রতিবাদ করে না। কেউ এগিয়ে আসে না। কিন্তু কেন ? আমরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরি। সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। আর সেই সাংবাদিকরা আজ নানা ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। সকল সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্লাটফর্মে এসে আন্দোলন করার আহ্বান জানান।
সর্বশেষ গত মঙ্গলবার ১৮এপ্রিল গাজীপুরে লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামের একটি এমএলএম কোম্পানীর প্রতারণার খবর সংগ্রহ করতে গেলে কোম্পানীর সদস্যদের হামলায় গুরুতর আহত হন বাংলাভিশনের রিপোর্টার সানজিদ আহমেদ ও ক্যামেরাপার্সন শাহাদাত হোসেন বাপ্পী। এসময় ক্যামেরার মেমোরি কার্ড, মাইক্রোফোন, রেকর্ডিং ডিভাইস ছিনিয়ে নেয় লাইফ ওয়ের কর্মকর্তারা। গত সোমবার দুপুর রাজধানীর আসাদগেট এলাকায় ৭১ টেলিভিশনের প্রযোজক আতিক রহমানের উপর হামলার কয়েক ঘন্টার মধ্যেই আবারও পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক ইন্দ্রজিৎ সরকার। ‘নিউ ভিশন পরিবহনের গু-ারা তার উপর আক্রমন করেন। গত ৯ এপ্রিল মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি শহিদুল ইসলামকে গাছে বেঁধে নির্যাতন করেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার লোকজন। তিনি পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার হন। গত ৮ এপ্রিল সিলেট নগরীর পাঠানটুল দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস আলী ও সহ-সভাপতি ও দৈনিক সকালের খবরের শাবি প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দীপুকে বেধড়ক মারপিট করে শাবি শাখা ছাত্রলীগের সন্ত্রাসীরা। গত ২ এপ্রিল সংবাদ প্রকাশের জের ধরে অপরাধ বিষয়ক রিপোর্টার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নুকে মোবাইলফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। গত ২২ মার্চ ২০১৭ নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত যুগের চিন্তা পত্রিকায় ফতুল্লা থানার একজন রাজনৈতিক নেতার দুর্নীতি নিয়ে একটি সংবাদ প্রকাশিত হওয়ায় গত ২৫ মার্চ ওই রাজনৈতিক নেতা পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোরছালীন বাবলার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। যার নম্বর ৮৫। গত ১৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের বেশকিছু আবাসিক শিক্ষার্থীকে লাঞ্ছিত করে ছাত্রলীগ। রাতেই এঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বার্তা সংস্থা ইউএনবি’র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সাংবাদিক ইমরান হোসেন আহত হন। ইমরান হোসেনের ওপর পরিকল্পিত ভাবে হামলা চালায় সংগঠনটির ১০-১৫ জন নেতা-কর্মী। হামলায় সাংবাদিক ইমরান জ্ঞান হারিয়ে ফেলেন।