খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭: হত্যার পাঁচ বছর পর নাটোরে স্কুলছাত্র অনন্ত কুমার চক্রবর্তী অন্তু (১৩) হত্যার দায়ে অভিযুক্ত আশরাফুল ইসলামকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে অপর দুই আসামী শাহজাহান আলী ও আব্দুল্লাহ আল মামুনকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় দেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৩১ মে সন্ধ্যায় সদর উপজেলার হালসা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র অনন্ত কুমার চক্রবর্তী অন্তু প্রাইভেট পড়া শেষে হালসা বাজার থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয়। অপহরণকারীরা তার বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানালে পরদিন হালসা এলাকার একটি পান বরজ থেকে অন্তর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ আশরাফুল ইসলাম, শাজাহান আলী ও আব্দুল্লাহ আল মামুন নামে ৩ জনকে আটক করে। পরে তারা এই হত্যার দায় স্বীকার করলে আদালত এই রায় দেন।