খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭: এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৯৬তম সভা আজ (এপ্রিল ১৯, ২০১৭) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। পরিচালনা পর্ষদের সভায় ২০১৬ সালে ব্যাংকের আর্থিক অবস্থান পর্যালোচনা করা হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য ১৫% নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ এমপি, মোঃ নজরুল ইসলাম স্বপন, অঞ্জন কুমার সাহা, মোঃ নূরুল আমিন ফারুক, মোঃ শহীদুল্লাহ, মেজর অব. খন্দকার নূরুল আফছার, লে. কর্নেল অব. সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার), খন্দকার মোহাম্মদ সাইফুল আলম, রঞ্জন চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।