খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭: পঞ্চগড়ের বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ, পুরষ্কার বিতরণী ও সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মা সমাবেশ, পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। উক্ত বিদ্যালয়ের সভাপতি মোঃ রবিউল আলম সাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, সহকারী জেলা শিক্ষা অফিসার তাজুল ইসলাম মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ ভূঞাঁ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান রুবেল। আলোচনা শেষে সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৬ জন ও বৃত্তি প্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।