খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭: বাগেরহাট শহরের প্রাণ ভৈরব নদীকে দূষণ ও দখলের হাত থেকে বাচাঁতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভৈরব নদীর তীরে পৌরপার্কে আয়োজিত সমাবেশে বিভিন্ন স্কুল-কলেজ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার হাজার-হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
গত ১২ দিন ধরে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ভৈরব নদীকে দূষণ ও দখল করতে নদী পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা-আবর্জনা মুক্ত করা হয়। এই অবস্থা ধরে রাখতে সমাবেশে অংশ নেয়া হাজার-হাজার মানুষকে ভৈরব নদীর রক্ষার আহবান জানিয়ে শপথ পড়ানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ভৈরব নদীকে দখল ও দূষণমুক্ত করার ওই সমাবেশে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, বাগেরহাট পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকর চন্দ্র রায়, প্রাধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কর্মকর্তা আতিকুর রহমান, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ হায়দার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ. চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন,এজিও প্রতিনিধি রিজিয়া পারভিন প্রমুখ।