Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭:  14 ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কতৃক ৫০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটায় শহরের ফকির পাড়া নামক এলাকা থেকে ঐ বিক্রেতাকে আটক করা হয়।
আটক মাদক বিক্রেতার নাম মোঃ জহিরুল ইসলাম ওরফে বাটুল(৩০)।সে পৌরসভাধীন নিশ্চিন্তপুর (ফকিরপাড়া) এলাকার মো: বাবুলের ছেলে।
থানা সুত্রে জানা যায়, ঠাকুরগাঁও পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আনসোপ আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ৫০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ জহিরুল ইসলাম ওরফে বাটুল নামে এক চিহ্নিত মাদক বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়।আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২)ধারায় একটি মামলা রজু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মশিউর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।