Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭:  16যশোরের শার্শা-বেনাপোলে ভিক্ষক মুক্ত ঘোষনার পরও কমেনি স্থানীয় ভিক্ষুক। বেড়েছে বহিরাগত ভিক্ষুক। প্রকৃত ভিক্ষুকরা সহযোগিতা না পাওয়ায় জনপ্রতিনিধিদের উপর ক্ষুদ্ধ তারা। বহিরাগত ভিক্ষুকদের ভিক্ষা না-দিতে জনপ্রতিনিধি সহ ব্যাবসায়িরা হচ্ছেন সচেতন। অনেক ব্যাবসায়িরা বহিরাগত ভিক্ষুকদের দিচ্ছেন না ভিক্ষা। স্ব স্ব উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দিচ্ছে তারা। তবে গরু ছাগল মুরগি ঘর ভ্যান ও সেলাই মেশিন পেয়ে খুশি অনেক ভিক্ষুক। পর্যায়ক্রমে এলাকার অস্বচ্ছলদের পূনবাসন সহ ভিক্ষুকদের সহযোগিকার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।
দেশে শিক্ষা স্বাস্থ্য কৃষি যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সাফল্য এসেছে। অন্ন বস্ত্র বাসস্থান ও প্রত্যেক নাগরিকের কর্মসংস্থান সহ জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা সরকার। এর ধারাবাহিকতায় দেশকে ভিক্ষুক মুক্ত করার ঘোষনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ভিক্ষুকদের পূন:বাসন,কর্মসংস্থান ও আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। যশোরের শার্শা বেনাপোলের১১টি ইউনিয়নের প্রায়৩১৫ভিক্ষুককে ভ্যান, গরু, ছাগল, সেলাই মেশিন মুরগিঘর সহ বিভিন্ন উপকরন দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে আরো১০লাখ টাকা অনুদান দেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন। তবে স্বোচ্ছাচারিতা,আতœীয় করন ও স্বজন প্রীতির মাধ্যমে নামে মাত্র উপকর বন্টন করা হয়েছে বলে জানান স্থানীয়রাসহ সহযোগিতা না পাওয়া ভিক্ষুকরা। প্রকৃত ভিক্ষুকরা পায়নি সহযোগিতা-করুন আকুতি তাদের।
আসিয়া,কাঞ্চন বালা,ফরিদ ্আলী মাসুরা ও আজাদ আলী সহ বেনাপোল ও গোগা-নিজামপুর-উলাশি এলাকার অন্ধ প্রতিবন্ধি ভিক্ষুকরা জানান করুন আর্তি। তারা বলে প্রকৃত ভিক্ষুকদের সহযোগিতা না দিয়ে অনেকাংশে স্বচ্ছলদের দেওয়া হয়েছে সহযোগিতা। সরকারের আরো আন্তরিকতা কামনা করেন তারা।
ভিক্ষুক মুক্ত ঘোষনার পরও কমেনি ভিক্ষুক-বরংবেড়েছে-সরকারের সহযোগিতার হাত আরো বৃদ্ধির দাবী ব্যাবসায়িসহ স্থানীয়দের।-
যারা অসহায় তারা কিছিুই পায়নি-ভিক্ষা করতে চাইনা-নামাজ ও দেয়া করতে চাই তারা। এমনি অভিযোগ ও করুন আর্তি বেনাপোলের হাসিনা-ফরিদার তাহমিনা ও আরমান আলী এবং ময়না বানু নামের ভিক্ষুকদের।
শার্শা সদর ইউপি-চেয়ারম্যান সোয়ারাব হোসেন বলেন,ব্যাক্তিগত ও সরকারি সহযোহিতায় শার্শাকে ভিক্ষুকমুক্ত করতে কাজ করছে ইউনিয়ন পরিষদ। আগামীতে আরো ভিক্ষুকদের পূনবাসনের আওতায় আনা হবে।রেল ষ্টেশনের অস্বচ্ছরদের পূনবাসনে উপজেলা প্রশাসনের সহযোগিতার চাওয়া হয়েছে বলে জানান তিনি।
শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা-আব্দুস সালাম-বলেন,দেশ জাতি ও মানব কল্যানে কাজ করে যাচ্ছে সরকার। তার ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের প্রকল্প সফল বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে উপজেলায় অধিকাংশ ভিক্ষুকদের সহযোগিতা দেওয়া হয়েছে। আগামীতে সব ভিক্ষকদের পূনবাসনের আওতায় আনা হবে। শার্শা বেনাপোলের রেল ষ্টেশনের পাশে উচ্ছেদ হওয়া ৪শ পরিবারকে সরকারি জমি বন্দবস্ত সহ তাদেরকে পূন:বাসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পত্র প্রেরন করা হয়েছে। এদেরকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।অসহায়দের পাশে এসে সর্বসাধারনকে সহযোগিতা করা আহব্বান জানান তিনি।