Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

unnamedখােলা বাজার২৪।। শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭: ২৪ এপ্রিল বেলা ২ ঘটিকায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে বিশাল শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মীরা। শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছেন এনডিএম এর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম উচ্চপরিষদ সদস্য রকস্টার শাফিন আহমেদ।
২১ এপ্রিল বিকেল ৫ টায় বনানীস্থ এনডিএম চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়। শত শত কর্মী সমর্থক নানা ধরনের ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। মহাখালী কাঁচাবাজার ফ্লাইওভার ঘুরে সন্ধ্যায় আবার চেয়ারম্যানবাড়ী কার্যালয়ে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রার শুরুতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর উচ্চপরিষদ সদস্য রকস্টার শাফিন আহমেদ বলেন, স্বাধীনতার ৪৬ বছর পরেও আমরা স্বাধীনতার সুফল পাচ্ছি না। ঘুষ-দূর্নীতি আর সন্ত্রাস আমাদের সকল সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। এখন রাজনীতি আর দেশ পরিচালনায় দরকার ইতিবাচক ও আমূল পরিবর্তন। এই পরিবর্তনের ডাক দিয়েছেন সময়ের সাহসী সন্তান ববি হাজ্জাজ। আসুন, ২৪ এপ্রিলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশবাসীকে আমরা জানিয়ে দেই, সময় এখন ঘুরে দাঁড়াবার। সময় এখন নিজের দেশ নিজের হাতে গড়ার।
এনডিএম মহাসচিব ( চলতি দায়িত্ব) অধ্যাপক আব্দুল্লাহ এম তাহের বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ আমাদেরকেই গড়তে হবে। এখন সময় তারুণ্যের। তরুণরাই পৃথিবীকে পাল্টে দিচ্ছে। দেশবাসীকে বলবো, আসুন একবার ঘুরে দাঁড়াই। এবার সম্ভাবনার স্বপ্ন দেখা শুরু করি। ববি হাজ্জাজ স্বপ্নের বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন। আসুন , সবাই মিলে সম্ভাবনার বাংলাদেশকে গড়ে তুলি।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন এনডিএম এর ভাইস চেয়ারম্যান ও আত্মপ্রকাশ অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনায়েত কবির, যুগ্ম মহাসচিব লাকী হোসেন, এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাদিয়া মাহজাবিন, এম এ বাশার,বিভাগীয় সম্পাদক অভিনেত্রী তাজিন আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাক ও কেন্দ্রীয় যুব আন্দোলন সমন্বয়কারী নুরুজ্জামান হীরা, যুগ্ম দপ্তর সম্পাদক পারভেজ খান, যুগ্ম বিভাগীয় সম্পাদক জিসান খান, রাদিয়া চৌধুরী, আনিসুল ইসলাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী মো. ইসমাইল হোসেন, মো. মাসুদ রানা জুয়েল প্রমুখ।
ধন্যবাদান্তে,