খােলা বাজার২৪।। শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭: ঠাকুরগাঁওয়ের (২ ও ৩ আসনের অন্তর্ভূক্ত) রাণীশংকৈল-হরিপুর সীমান্তের প্রায় ৫কি.মি. কাঁচা সড়কের বেহাল অবস্থা। সীমান্তে বিভিন্ন পেশাজীবি বাংলাদেশী নাগরিক মানবেতরভাবে জীবন-যাপন করছে। তারা বাংলাদেশী নাগরিক হয়েও সরকারী-বেসরকারী সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অবহেলিত এবং বঞ্চিত এলাকার গণমানুষ সকল অধিকারের দাবী জানিয়ে সাংবাদিকদের কাছে স্বাক্ষাৎকার দিয়েছেন।
ভুক্তভোগীরা জানান, আষাড়-শ্রাবন মাসে কাদা-পানিতে রাস্তা থৈ থৈ করে। এ সড়কে বাইসাইকেল, মোটরসাইকেলসহ অন্যান্যা যানবাহন চলাচলে বেঘাত সৃষ্টি হয়। দীর্ঘদিন যাবৎ এ সড়কটির অভিভাবক খুঁজে পাওয়া যাচ্ছে না। রানীশংকৈল এবং হরিপুরের শেষ সীমানা হওয়ায় সড়কটির বেহাল অবস্থা হয়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।