খােলা বাজার২৪।। শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭: মাদারীপুর জেলার শিবচরে বজ্রপাতে শহিদ সরদার (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে আড়িয়াল খাঁ নদে পারাপারকালে ট্রলারের মধ্যে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিলখীর ফরাজীর হাট থেকে ট্রলার চালিয়ে শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর আসার সময় নদীর মধ্যে বজ্রপাত হলে বজ্রাঘাতে তিনি পানিতে পরে যান। ট্রলারে থাকা অন্যরা পানি থেকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হন। এদের মধ্যে জসিম শেখ নামের একজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শহিদ সরদার পূর্ব কাকৈর এলাকার মোতালেব সরদারের ছেলে। তিনি ট্রলারের মাঝি ছিলেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান,‘ শুক্রবার দুপুরে বাতাস ও বৃষ্টির সময় ট্রলারে থাকা অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।’