Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

download (1)খােলা বাজার২৪।। শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭:  বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ ও সাধারণ সম্পাদ লিটন নন্দী আজ এক বিবৃতিতে বলেছেন, ন্যাচর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও পিসিপি নান্যাচর থানার শাখার সাধারণ সম্পাদক রমেন চাকমাকে সেনাবাহিনী কর্তৃক অন্যায়ভাবে আটক করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যা করা হয়। বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতার গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দ্বারা পরিচালিত হলেও পার্বত্য এলাকার দ্বৈত শাসন চালু রয়েছে যা মেনে নেওয়া যায় না।

সেনাবাহিনী কর্তৃক আদিবাসী নির্যাতন ও নিপীড়ন এর ঘটনা ধারাবাহিকভাবে চলছে। অতীতের ঘটনাগুলোতে সেনাবাহিনীকে জবাবদিহীতার কাঠগড়ায় দাড়াতে হয়নি বলে কতিপয় সেনা সদস্য নিজেদের জবাবদিহীতার উর্ধ্বে মনে করে এহেন অপরাধ সংঘটিত করছে যা বিচারহীনতার সংস্কৃতি ও কায়েমী স্বার্থবাদীদের স্বার্থ সংরক্ষণে ক্ষমতাসীনদের তৎপরতার ফল।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, রমেন চাকমা হত্যাকান্ডের সাথে জড়িত মেজর তানভীর, নান্যাচর জোন কমান্ডার বাহলুল আলমসহ এই হত্যাকা-ের সাথে জড়িত অন্যান্য সেনাসদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
একই সাথে আদিবাসী জাতিগোষ্ঠীর স্বীকৃতি প্রদান করে পাহাড় হতে সমতলে সকল আদিবাসী হত্যাকা-, নিপীড়ন, নির্যাতনের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা আহ্বান জানাই