খােলা বাজার২৪।। শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কষ্টিপাথরের (কৃষ্ণবর্ন) বিষ্ণু মুর্তি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রনশিয়া গ্রামের আজিজার রহমানের মাটিয়ানী গ্রাম পুকুর থেকে পুলিশ এ মুর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, মাটিয়ানী গ্রাম পুকুরে স্থানীয় কিছু শিশু গোসল করার সময় এ মুর্তিটি পায়ে লাগে। এরপর জানা জানি হলে হিন্দু স¤প্রাদয়ের লোকজন মুর্তিটি পুকুর থেকে তোলে পুজা করতে শুরু করে। হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায় জানান, মুর্তিটি কষ্টিপাথরের হলে ৫ কোটি টাকার উপরে দাম হবে।
পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানায়, মুর্তিটির ওজন ১১৮ কেজি, উচ্চতা ৪৪ইঞ্চি ও প্রস্থ ২১ ইঞ্চি। তবে কষ্টিপাথরের মুর্তি কি না তা বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষার পর বুঝা যাবে।