খােলা বাজার২৪।। শনিবার, ২২ এপ্রিল ২০১৭: কাজী কামাল হোসেন,নওগাঁ : নওগাঁ শহরের মুক্তির মোড়ে ঐহিত্যবাহী শতবর্ষী করোনেশন হল ভেঙ্গে বহুতল ভবন নির্মাণ করা হবে এমন অজুহাতে করোনেশন হল ভেঙ্গে ফেলা হচ্ছে। শতবর্ষী করোনেশন হল রক্ষা, সরকারি ভাবে হল তৈরী করা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুক্তির মোড় এলাকায় একটি ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শতবর্ষী করোনেশন হল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব রহমান রায়হান লিখিত বক্তব্য পাঠ করেন।
শতবর্ষী করোনেশন হল রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক আলীমুর রেজা রানার সভাপতিত্বে এ সময় কমিটির উপদেষ্টা, প্রাক্তন অধ্যাপক, কবি ও সাহিত্যিক মআব সিদ্দিকী বাদাম, চরনের সংগঠক রতস সাহা রঘু, বাসদের (মার্ক্সবাদী) নওগাঁর সমন্বয়ক হবিবুর রহামান চৌধুরী, বাংলাদেশে ওয়াকার্স পার্টি নওগাঁর সংগঠক রামনাথ সরকার, একুশে উদযাপন পরিষদের সদস্য সচিব আতিক রহমান, নওগাঁর জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, জহির রায়হান চলচ্চিত্র সংসদের চলচ্চিত্র ও আর্কাইভ বিষয়ক সম্পাদক আশীষ বিশ্বাস, বসুন্ধরা স্কুলের অধ্যক্ষ আতাউর রহামন বাবলু।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, একটি প্রভাবশালী মহল নওগাঁয় শত বছরের ঐতিহ্যবাহী করোনেশান হল সোসাইটি ভেঙ্গে ওই স্থানে বহুতল ভবন নির্মাণ করা হবে এমন অজুহাতে হল ভাঙ্গার কাজ শুরু করেন। এর প্রতিবাদে গত ২০ ফেব্রুয়ারি সকালে করোনেশান হল সোসাইটি রক্ষা কমিটির উদ্যেগে শহরের মুক্তির মোড় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, লেখক ও কবি (প্রাক্তন) অধ্যাপক মআব সিদ্দিকী, মুক্তিযোদ্ধা হাসানুল হক তারা, সদর উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক আলিমুর রেজা রানা, জহির রায়হান চলচিত্র নওগাঁর সম্পাদক এর সাধারন সম্পাদক রহমান রায়হান।
গত ১৩ এপ্রিল ২০১৭ মহামান্য হাইকোর্ট নওগাঁ করোনেশন হল ভেঙ্গে মার্কেট নির্মাণে ৬ মাসের একটি নিষেধাজ্ঞা এবং শতবর্ষী এই প্রতিষ্ঠানকে কেন প্রতœতত্ব ঘোষণা করা হবে না এই মর্মে একটি রুল জারী করেছেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে নওগাঁবাসী আনন্দিত হয়েছে এবং নওগাঁর গণমানুষের দৃষ্টিভঙ্গি মত প্রতিফলিত ও সমর্থিত হয়েছে। অপরদিকে শতবর্ষী করোনেশন হল সোসাইটি একটি ঐতিহ্য তার যৌক্তিকতা আবারও প্রমাণিত হয়েছে। এরপরও স্বার্থনেশী মহল ফায়দা লুটার জন্যে প্রতিদিন করোনেশন হল থেকে ইটসহ অন্যান্যে জিনিসপত্র সরিয়ে ফেলছে।
সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রীর কাছে করোনেশন হলটি তৈরির জন্য আবেদন এবং দ্রুত করোনেশন হল থেকে ইটসহ অন্যান্যে জিনিসপত্র সরিয়ে নিতে না পারে এবং জাড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়। এ ছাড়াও নওগাঁবাসীর গণস্বাক্ষরসহ হলটির পূণঃস¤প্রসারিত ও আধুনিকভাবে নির্মাণের জন্য প্রধানমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রীর কাছে আবেদন পাঠানো প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড. আমিনুর রহমান জানান, ঐতিহ্যবাহী করোনেশন হল কে বা কাহার ভাঙ্গছেন এবং কারা মহামান্য হাইকোর্ট রির্ট করেছেন কেউ তাকে জানান নি। তবে তিনি শুনেছেন মহামান্য হাইকোর্ট নওগাঁ করোনেশন হল ভেঙ্গে মার্কেট নির্মাণে ৬ মাসের একটি নিষেধাজ্ঞা এবং শতবর্ষী এই প্রতিষ্ঠানকে কেন প্রতœতত্ত্ব ঘোষণা করা হবে না এই মর্মে একটি রুল জারী হয়েছে। তবে এখন পর্যন্ত কোন কাগজপত্র হাতে পাইনি। হাতের কাগজপত্র পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসক জানান।