Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ২২ এপ্রিল ২০১৭:  17 রাজশাহীর চারঘাট উপজেলায় জঙ্গিবাদ বিরোধী যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথি বলেন,বর্তমান সরকার দেশ ও জাতির উন্নয়নে কাজ করছেন। এদেশ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। কিন্ত বিভিন্ন রাজনৈতিক দলের মদদে সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইসলামকে মতাবাদ ব্যাখা দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। যা দেশ ও জাতির উন্নয়নে ধরাবাহিকতা ব্যহত হচ্ছে। মা-বোনদের সচেতনতা হতে হবে,অপরিচিত বা বহিরাগত কেউ ভাড়াটে আছে কি-না বা তারা মসজিদে নামাজ আদায় করে না এমন খোজ পেলে আইন শৃংখলা পুলিশ বাহিনী ও থানার ওসিকে খবর দেয়ার জন্য সকলকে আহবান জানান। উপজেলার স্কুল, কলেজছাত্রী,গৃহিনী ৪০ জন জঙ্গিবাদ দমনে কর্মশালায় অংশ গ্রহন করে। এসময় উপস্থিত ছিলেন চারঘাট মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী হায়দার, টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অধ্যক্ষ নাজমুল হক,প্রভাষক মতিউর রহমান ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।