খােলা বাজার২৪।। শনিবার, ২২ এপ্রিল ২০১৭: বাগেরহাটে নাশকতাসহ বিভিন্ন নিয়মিত মামলায় বিএনপি’র সাত নেতাসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে বাগেরহাট সদরে ১০ জন, ফকিরহাটে পাঁচ জন, চিতলমারীতে চার জন, মোরেলগঞ্জে সাত জন, শরণখোলায় পাঁচ জন, রামপালে চার জন ও মংলায় চার জন। এরমধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাত বিএনপি নেতা রয়েছেন।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাশকতাসহ বিভিন্ন মামলার নিয়মিত ওই আসামিদের গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।