Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ২২ এপ্রিল ২০১৭: 58আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রস্তাব মানার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ২০১৯ সালের জানুয়ারি মাসের আগে ৯০ দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দীন আহমেদের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ সব কথা বলেন তোফায়েল আহমেদ।

সভায় কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, হেফাজতে ইসলামকে দিয়ে জামায়াতে ইসলামকে মোকাবিলা করা যাবে না। এর পরিণতি ভয়াবহ হবে বলে জানিয়েছেন সেলিম।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল জঙ্গিবাদকে সমস্যাকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছে।

তোফায়েল আহমেদ বলেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন। বিএনপি নানা রকম প্রস্তাবের কথা বলছে। বাস্তব যেটা হলো বর্তমান ক্ষমতাশীল দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশবলে সে নির্বাচনের সময়ে নির্বাচন কমিশনকে সাহায্য করবে। এর বাইরে নতুন দল বা নিরপেক্ষ দল বা অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই।’