Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

172857_1খােলা বাজার২৪।। রবিবার, ২৩ এপ্রিল ২০১৭: জাতীয় দলের পেসার বন্ধু সৈয়দ রাসেলের চিকিৎসায় ৪ লাখ টাকা দিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনজুরিতে থাকা রাসেলের বাম কাঁধের চিকিৎসা করাতে এ অর্থ দেন তিনি। যদিও গত রবিবার রাঙামাটি থেকে সপরিবারে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন মাশরাফি। কিন্তু কাউকে তা জানতে দেননি। এমনকি বন্ধু রাসেলের চিকিৎসায় এত টাকা দিলেও তা গোপন রেখেছেন তিনি। সৈয়দ রাসেল ছিল বাংলাদেশ দলের অন্যতম পেসার।

গতির ওপর নির্ভর না করে নিখুঁত মাপা লাইন ও লেন্থে বল ফেলা এবং উইকেটের দু’দিকে সুইং করানোতে ওস্তাদ। ২০১০ সালের জুলাই থেকে জাতীয় দলের বাইরে। ইনজুরির কারণে বেশ কয়েকদিন ধরে ক্লাব ক্রিকেট মাঠেরও বাইরে তিনি। চিকিৎসার খরচ মেটাতে মাশরাফির কাছে ধার চেয়ে সৈয়দ রাসেল বলেন, ‘দোস্ত, আমি তো মাঠের বাইরে আছি বেশ কিছু দিন।

হাতে টাকা পয়সাও নেই তেমন। আমাকে লাখ চারেক টাকা ধার দিবি? চিকিৎসা করাবো।’ মাশরাফির জানান, ‘হ্যাঁ দেব। তবে ধার নয়। বন্ধুকে ভালোবেসে। এ অর্থ শোধ করতে হবে না।’ এরপর এই টাকা সৈয়দ রাসেলকে প্রদান করেছেন মাশরাফি। এদিকে মুম্বাইতে চিকিৎসা করাতে গিয়ে এত টাকা লাগেনি রাসেলের। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়ে দিয়েছেন, অস্ত্রোপচার লাগবে না। এমনি ওষুধে সেরে যাবে। দেশে ফিরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন রাসেল।