খােলা বাজার২৪।। রবিবার, ২৩ এপ্রিল ২০১৭: বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির ২৯ নেতারর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা এএ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারিকৃত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বরকতুল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল ইসলাম নিরব। প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করে পুলিশ।