খােলা বাজার২৪।। রবিবার, ২৩ এপ্রিল ২০১৭: আগামীকাল রানা প্লাজা শ্রমিক হত্যাকা- দিবস। এ ঘটনার চার বছর পার হলেও এখনো অপরাধিদের শাস্তি নিশ্চিত হয়নি। আজ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সভাপতি এ্যাডভোকেট মন্টু ঘোষ এবং সাধারণ সম্পাদক জলি তালুকদার এক বিবৃতিতে অবিলম্বে রানা প্লাজা, তাজরিন, ট্যাম্পাকোসহ সকল শ্রমিক হত্যাকা-ের বিচার, ২৪ এপ্রিল রানা প্লাজা দিবসে সমগ্র গার্মেন্ট শিল্পে সাধারণ ছুটি ঘোষণা, রানা প্লাজার জমি অধিগ্রহণ করে স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের পুর্নবাসন এবং নিহত-আহত-নিখোঁজ শ্রমিকদেও যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রানা প্লাজা হত্যাকা-ের চার বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত হত্যাকারীদের বিচার হয়নি। উল্টো গ্রেফতারকৃত মালিকসহ দায়ীদের মুক্তি দেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে দায়ী ব্যক্তিদের রক্ষা চেষ্টার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ অবিলম্বে সকল দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, রানা প্লাজার শ্রমিকদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর তহবিলে ১২৭ কোটি টাকা জমা হয়েছিল। সেখান থেকে কিছু টাকা ব্যয় করা হলেও প্রায় শত কোটি টাকা এখনও জমা আছে অথচ চিকিৎসার অভাবে, অনাহারে-অর্ধাহারে অনেক অক্ষম শ্রমিক দিনাতিপাত করছে। পঙ্গু হয়ে যাওয়া শ্রমিকদের জন্য স্থায়ী পুনর্বাসন করা খুব জরুরী হওয়া সত্ত্বেও সে ব্যাপারে কোনো উদ্যোগ এখনও গ্রহণ করা হয়নি। নেতৃবৃন্দ তাদের পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।
আগামী কাল রানা প্লাজা শ্রমিক হত্যাকা- দিবসে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দে সকাল ৮টায় সাভার রানা প্লাজা স্মৃতিস্তম্ভে ও জুরাইন কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবে। বিকাল ৪টায় সাভার রানা প্লাজার সামনে সংগঠনের উদ্যোগে রানা প্লাজা, তাজরিন, ট্যাম্পাকোসহ সকল শ্রমিক হত্যাকা-ের বিচার, রানা প্লাজার জমি অধিগ্রহণ করে স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের পুর্নবাসন এবং নিহত-আহত-নিখোঁজ শ্রমিকদেও যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এছারাও কালো ব্যাজ ধারণ ও সকল আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।