ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বিভিন শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার (২৩ এপ্রিল) আন্তজার্তিক বই দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি পালনে বি.এন বালিকা উচ্চ বিদ্যালয়ে বই দিবস, পুরুস্কার বিতরণ, মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ম্যানেজিং কমিটির সভাপতি তোয়াহা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আলমগীর সরকার।
বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার,সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ, হাজির উদ্দীন, জয়নাল আবেদীন। সহকারি শিক্ষক রজব আলির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,অধ্যক্ষ তফিল উদ্দীন,প্রধান শিক্ষক মখসেদুর রহমান, প্রেস ক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, গর্ভনিং বডির সদস্য হযরত আলী, সহকারি শিক্ষক মামুনুর রশিদ, অভিভাবক লাবনী আকতার প্রমুখ।
এদিকে মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, উপজেলায় পরীক্ষা ফলাফলের ভিক্তিতে ৫৯ টি স্কুলও মাদ্রাসায় আর্ন্তজাতিক বই দিবস পালিত হয়েছে।