খােলা বাজার২৪।। রবিবার, ২৩ এপ্রিল ২০১৭: ঠাকুরগাঁওয়ে সড়ক পরিবহন মটরযান আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন। রবিবার (২৩ এপ্রিল) শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ও ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ভুট্টো প্রমূখ। এসময় বক্তারা বলেন, মটর চালকদের ড্রাইভিং লাইসেন্স সহজ, পূর্বের মটর আইন বহাল ও মালিক, শ্রমিকদের স্বার্থ বিরোধী আইন মেনে নেয়া হবে না।
উল্লেখ্য, সড়ক পরিবহন মটরযান আইন বাতিল না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন তারা।