Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

89খােলা বাজার২৪।। রবিবার, ২৩ এপ্রিল ২০১৭: ৩৯০ রানে চীনের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জিতেছে সৌদি আরব! এর মধ্য দিয়ে আরো একবার প্রমাণিত হলো ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। ক্রিকেটে প্রায় অনভিজ্ঞ চীন। যদিও অলিম্পিকে চীন সামনের সারিতে থাকতেই অভ্যস্ত। কিন্তু, ক্রিকেটে এখনও নামজাদা দেশ হয়ে উঠতে পারেনি।
আগামী দিনে ক্রিকেটকেই পাখির চোখ করে এগিয়ে চলেছে তারা। কিন্তু, তাদের এমন বেহাল দশা দেখে ক্রিকেটবিশ্ব খানিকটা অবাক। ম্যাচ ছিল আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগের এশিয়া রিজিয়ন ডিভিশনের ওয়ানডে ম্যাচ।

সৌদি আরবের ৪১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানে গুটিয়ে যায় চীন। মাত্র ১২.৪ ওভারে সব উইকেট হারায় চীন। স্কোরবোর্ডে শূন্যের ভিড় দেখা গিয়েছে বেশি। সর্বোচ্চ রান বলতে অতিরিক্ত ১৩। ব্যক্তিগত ব্যাটিংয়ে জুয়াং জেলিন এবং ঝেং পেং দুজনে সর্বোচ্চ ৬ রান করেন।
প্রথম ব্যাট করতে নেমে সৌদি আরবের মোহাম্মদ আফজাল (১২০) দুর্দান্ত সেঞ্চুরি করেন। শোয়েব আলির ৪১ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংসও ছিল নজরকাড়া। সৌদি আরবের কাছে এত বড় ব্যবধানে হেরে রেকর্ড গড়েছে চীন। এর আগে ২০০৮ সালের আগস্টে নিউজিল্যান্ডের কাছে ২৯০ রানে হেরেছিল আয়ারল্যান্ড। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও রেকর্ডটি কিউইদের অধীনে।