খােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭: নরসিংদীর ঘোড়াশাল-পলাশ শিল্প শহরের প্রধান সড়কে প্রান কোম্পানির বিশাল আকারের ট্রাক ও লরী পাকিং করার ফলে প্রতিনিয়ত দীর্ঘ যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে শহর বাসীকে।
যানা জায়-রবিবার প্রান আরএফএল গ্রুপের কয়েকটি ট্রাক ও লরী এলোমেলো ভাবে রাস্তায় পাকিংয়ের ফলে ঘোড়াশাল-পলাশ সড়কে যানজট লেগে যায়।এসব অবৈদ পাকিং করার প্রতিবাদ করলে প্রান কোম্পানির দালালরা এক যুবককে ইট ও লাঠি দিয়ে মাথায় আঘাত করে আহত করে।আহত যুবকের নাম মোঃদেলুয়ার হোসেন(দেলু) সে স্থানীয় যুবলীগ কর্মী ও পাইকারী লিচু ব্যাবসায়ী বলে জানান এলাকাবাসী।
এই ঘটনার প্রেক্ষিতে একিই দিন রাত সারে ৭ টার দিকে স্থানীয় মহল্লাবাসীরা বিক্ষিপ্ত হয়ে ঘোড়াশাল-পলাশ সড়কে প্রান কোম্পানির কয়েকটি পাকিং করা গাড়ী ভাংচুর করে।পরে স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাষে বিক্ষিপ্ত এলাকাবাসী শান্ত হন।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন।প্রান আরএফএল কোম্পানির ট্রাক ও লরী এলোমেলো ভাবে সড়কে পাকিং করা ফলে প্রতিনিয়ত আমাদের যানজটের ভোগান্তী পোহাতে হচ্ছে।এসব পণ্যবাহী গাড়ীর হর্ণের শব্দে কোমলমতী শিশুরা ভয়ে আতকে উঠছে।
প্রান আরএফএল কোম্পানির রাস্তায় গাড়ী পাকিং ও শব্দ দূষণের হাতথেকে রক্ষ্যায় স্থানীয় বাসিন্দারা ঘোড়াশাল পৌরসভা মেয়র সহ যথাযথ কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।